Ajkaler Khobor

শুক্রবার, ২৪, ফেব্রুয়ারি, ২০১৭
সর্বশেষ
নাটোরে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
আপডেট: ০১:৩৬ অপরাহ্ণ ১২-০১-২০১৭
Read - 18 times
আজকালের খবর ডেস্ক. ১২ জানুয়ারি ২০১৭ :

নাটোরে আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন স্কুলশিক্ষক গোপাল চন্দ্র সাহা।

নাটোর রেলওয়ে স্টেশনের মাস্টার জমসেদ আলী জানান, সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার দমদমা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র সাহা নাটোর রেলওয়ে স্টেশনের লাইনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

স্টেশন মাস্টার আরো জানান, প্রায় একই সময় নলডাঙ্গা উপজেলার মাধনগর মহিষমারী সেতুর কাছে ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাত আরেক ব্যক্তি।

এনএম.
 

ভারপ্রাপ্ত সম্পাদক : গোলাম মোস্তফা।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : দৈনিক আজকালের খবর সুমনা গণি ট্রেড সেন্টার,(৪ তলা) প্লট-২, পান্থপথ (সার্ক ফোয়ারা মোড়), ঢাকা ফোন : ০২-৫৫০১৩২১৪ ফ্যাক্স : ০২-৫৫০১৩২১৫
বিজ্ঞাপন : 01787684424, সার্কুলেশন : 01789118812,

ই-মেইল :ajkalerkhabarnews@gmail.com. দেশবন্ধু গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক আজকালের খবর লিমিটেডের পক্ষে সম্পাদকম-লীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মোস্তফা কর্তৃক
বাড়ি নং-৫৯, রোড নং-২৭, ব্লক-কে, বনানী, ঢাকা-১২১৩ থেকে প্রকাশিত ও সোনালী প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড (২/১/এ আরামবাগ), ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০