Ajkaler Khobor

শুক্রবার, ২৪, ফেব্রুয়ারি, ২০১৭
সর্বশেষ
মা হচ্ছেন অভিনেত্রী লিসা হেইডন
আপডেট: ০৩:৪৮ অপরাহ্ণ ১২-০১-২০১৭
Read - 42 times
বিনোদন ডেস্ক. ১২ জানুয়ারি ২০১৭ :

কিছুদিন আগে হৃতিক রোশানের সঙ্গে জিকিউ ম্যাগাজিনের প্রচ্ছদে আবেদনময়ীরূপে হাজির হয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী লিসা হেইডন। এবার মা হওয়ার খবর দিয়ে ভক্তদের চমকে দিলেন হাউসফুল-থ্রি অভিনেত্রী।


গত বছর ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো লালভানি পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেলেও বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে আজ (১২ জানুয়ারি) ইনস্টাগ্রামে বিকিনি পরে বেবি বাম্পসহ একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি ভক্তদের জানান লিসা।


মা হচ্ছেন এই খবরটি জানানোর পর থেকেই এ অভিনেত্রীকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন তার ভক্ত এবং শুভাকাঙ্খিরা। এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায়। এতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘দ্য ট্রিপ’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত লিসা।

এনএম.
 

ভারপ্রাপ্ত সম্পাদক : গোলাম মোস্তফা।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : দৈনিক আজকালের খবর সুমনা গণি ট্রেড সেন্টার,(৪ তলা) প্লট-২, পান্থপথ (সার্ক ফোয়ারা মোড়), ঢাকা ফোন : ০২-৫৫০১৩২১৪ ফ্যাক্স : ০২-৫৫০১৩২১৫
বিজ্ঞাপন : 01787684424, সার্কুলেশন : 01789118812,

ই-মেইল :ajkalerkhabarnews@gmail.com. দেশবন্ধু গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক আজকালের খবর লিমিটেডের পক্ষে সম্পাদকম-লীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মোস্তফা কর্তৃক
বাড়ি নং-৫৯, রোড নং-২৭, ব্লক-কে, বনানী, ঢাকা-১২১৩ থেকে প্রকাশিত ও সোনালী প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড (২/১/এ আরামবাগ), ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০