Ajkaler Khobor

শুক্রবার, ২৪, ফেব্রুয়ারি, ২০১৭
সর্বশেষ
সালমান বিশ্বাসঘাতক- থাপ্পর মারার দাবি!
আপডেট: ০৩:১৫ অপরাহ্ণ ১২-০১-২০১৭
Read - 59 times
বিনোদন ডেস্ক. ১২ জানুয়ারি ২০১৭ :

সালমান খান নাকি বিশ্বাসঘাতক। এজন্য তাকে থাপ্পর মারার দাবি করেন বিগ বস থেকে বহিষ্কৃত স্বামী ওমজি মহারাজ। এর ওর সম্পর্কে অপমানজনক মন্তব্য থেকে শুরু করে মহিলাদের সম্পর্কে নানান আপত্তিকর উক্তি, মাঝে মধ্যেই এ ভাবে খবরে আসেন তিনি। এমনকী প্রস্রাব করে তা নাকি ছিটিয়ে দেন বিগ বস-এর আর এক প্রতিযোগী বাণীর গায়ে!

এই সব অভিযোগের ভিত্তিতেই বিগ বস থেকে বিতাড়িত হতে হয় স্বঘোষিত ‘গডম্যান’কে। আর সেই আক্রোশেই শো’র সঞ্চালক সালমানের বিরুদ্ধে করে যাচ্ছেন একের পর এক অভিযোগ। সালমানকে আইএসআই এজেন্ট থেকে শুরু করে আন্ডার ওয়ার্ল্ড ডনদের বন্ধু- কোনও কিছু বলতেই ছাড়েননি!

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অখিল ভারতীয় হিন্দু মহাসভার নেতা আর এক ধাপ সুর চড়ান তার অভিযোগের। তিনি বলেন ‘গত ৩০ ডিসেম্বর সালমান ‘বিগ বস’র বাড়িতে আসেন। তার পর এক নন স্মোকিং জোন-এ ধূমপান করতে শুরু করেন। সালমান, একজন চেন স্মোকার, এবং সে আমার সামনেই ক্রমাগত স্মোক করে যাচ্ছিলেন। আমি তাঁক বলি এটি ধূমপান করার জায়গা নয়। এখানে স্মোক করবেন না।’

ওমজি বলেন, এর পর সালমান তাকে স্মোকিং জোনে আসতে বলেন, এবং সেখানে কোনও ক্যামেরা ছিল না। সালমান মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি তার। এবং তিনি নাকি ওমজিকে নিয়ে বিদ্রুপ করতে থাকেন। সালমান তার সিগারেটের ধোঁয়া ওমজি’র মুখে ছাড়েন বলেও অভিযোগ। আর তখনই ওমজি নাকি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সালমানকে চড় মারেন! এবং বলেন সলমন একজন ‘বিশ্বাসঘাতক’।

স্বামী ওমজি মহারাজের এ ধরণের দাবি এবং অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। আগেও একাধিকবার এমন অনেক কিছুই তিনি বলেছেন, পরে যার কোনও ভিত্তিই খুঁজে পাওয়া যায়নি।

এনএম.
 

ভারপ্রাপ্ত সম্পাদক : গোলাম মোস্তফা।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : দৈনিক আজকালের খবর সুমনা গণি ট্রেড সেন্টার,(৪ তলা) প্লট-২, পান্থপথ (সার্ক ফোয়ারা মোড়), ঢাকা ফোন : ০২-৫৫০১৩২১৪ ফ্যাক্স : ০২-৫৫০১৩২১৫
বিজ্ঞাপন : 01787684424, সার্কুলেশন : 01789118812,

ই-মেইল :ajkalerkhabarnews@gmail.com. দেশবন্ধু গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক আজকালের খবর লিমিটেডের পক্ষে সম্পাদকম-লীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মোস্তফা কর্তৃক
বাড়ি নং-৫৯, রোড নং-২৭, ব্লক-কে, বনানী, ঢাকা-১২১৩ থেকে প্রকাশিত ও সোনালী প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড (২/১/এ আরামবাগ), ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০